মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে দুই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার রেলওয়ে গুদাম মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করে। তারা হলেন- চুনারুঘাট উপজেলার আমু চা বাগান এলাকার চিমটিবিলের বাসিন্দা কাউছার আহমেদ রুবেল (২৫) ও তার স্ত্রী বিলকিস আক্তার (২০)। শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, স্বামী-স্ত্রীর শরীর থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। তাই মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com