চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দশম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের ১১ দিনেও উদ্ধার করা যায়নি। এ নিয়ে স্বজনরা দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে চুনারুঘাট থানায় ছাত্রীর পিতা সফিক মিয়া বাদী হয়ে অপহরণকারী সুমনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলত খা আবাদ গ্রামের মোঃ সফিক মিয়ার মেয়ে ও পাইকপাড়া আজগর আহমদ দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রীকে (১৪) গত ৫ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার সময় মাদ্রাসার পূর্বের রাস্তা থেকে নয়ানী গ্রামের তৈয়ব আলীর ছেলে মোঃ সুমন মিয়াসহ (৩৫) তার লোকজন অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর ৭ সেপ্টেম্বর অপহৃত ছাত্রীর পিতা সফিক মিয়া বাদী হয়ে সুমন, তৈয়ব আলী, ফুল মিয়া ও হুছন আলীসহ ৪ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি থানার এসআই হাবিবুর রহমান তদন্ত করছেন। ১১ দিন পেরিয়ে গেলেও অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। থানার ওসি শেখ নাজমুল হক বলেন- ছাত্রীকে উদ্ধার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com