স্টাফ রিপোর্টার ॥ খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা খুবই প্রয়োজন। স্বাস্থ্য সচেতন মানুষেরা হাজারো ব্যস্ততার মাঝেও শরীর ও মনকে চাঙ্গা করার জন্য নিয়মিত খেলাধুলা করেন। খেলাধুলা মানুষের ভিতরে একটি প্রশান্তি এনে দেয়, এনে দেয় ভারসাম্যও। তবে নানান কারণে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহটা দিনদিন কমে যাচ্ছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে তথা তাদেরকে খেলায় মনোনিবেশ করানোর জন্য গতবারের ন্যায় এবারও বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজন করতে যাচ্ছে অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ফুটবল টুর্ণামেন্ট ২০১৯-এর। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বানিয়াচং শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (এড়ালিয়া মাঠ) এই টুর্ণামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করবেন টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাস্টার, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক। উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করবেন বানিয়াচং ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার। অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রোজেস এলিভেন বনাম কে, বি, এস (বি) স্পোর্টিং ক্লাব বানিয়াচং। এবারের টুর্ণামেন্টে মোট ২৭টি টিম অংশগ্রহণ করেছে। এই ২৭টি টিমকে মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম ক- গ্রুপে থাকবে ৩টা টিম। খ- গ্রুপে ৩টা, গ- গ্রুপে ৩টা, ঘ- গ্রুপে ৪টা, ঙ- গ্রুপে ৪টা টিম, চ-গ্রুপে ৪টা টিম, ছ-গ্রুপে ৩টা টিম ও জ-গ্রুপে রয়েছে ৩টা টিম রেখে খেলার ফিকচার সাজিয়ে বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থা। এই টুর্ণামেন্টকে কেন্দ্র করে সদর ৪টি ইউনিয়নের ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে মাঠে শৃঙ্খলা রক্ষার্থে উপকমিটি গঠন করেছেন আয়োজকরা। উদ্বোধনী খেলাটি বানিয়াচংয়ের সকল ক্রীড়ামোদী ভাইদের উপস্থিত থেকে উপভোগ করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ফুটবল টুর্ণামেন্টের আহবায়ক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এনামুল মোহিত খান।