আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে গত মঙ্গলবার বিকাল ৪টায় এন্ডিং জুয়া খেলায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করে পুলিশ। বুধবার আটক জুয়াড়িদের উপজেলা নির্বাহী অফিসার নাইমা খন্দকারের কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে এন্ডিং জুয়া খেলার অপরাধে তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন। দন্ডিতরা হলো- বিরাট ভাটিপাড়া গ্রামের গ্রামের রমাকান্ত সূত্রধরের ছেলে প্রবীর সূত্রধর (২৫), একই গ্রামের রায় সূত্রধরের ছেলে নারায়ণ সূত্রধর (২৫), পৌর এলাকার নগর গ্রামের পেশকার মিয়ার ছেলে সোনা মিয়া (২৮), শরীফনগর গ্রামের জগলু মিয়ার ছেলে বেলাল মিয়া (৩০), নয়ানগর গ্রামের মৃত গণি মিয়ার ছেলে যুগল মিয়া (৩৫) এবং আজিমনগর মুন্সিহাটীর মৃত আঃ বারী মিয়ার ছেলে আমিনুল (৪২)।
পুলিশ সূত্র জানায়, কয়েক বছর ধরে আজমিরীগঞ্জে ভারতের শিলং থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া তীর শিলং আজমিরীগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে চলে আসছে। প্রশাসনের অভিযানে কিছুদিন ওই খেলা বন্ধ থাকলেও আবার চালু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে আজমিরীগঞ্জ থানার এসআই মফিজুল এবং এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে দুটি টিম আজমিরীগঞ্জ সদরের চরবাজার, সিনেমা হল রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করে। এ তথ্য নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার এসআই মফিজুল ইসলাম।
এলাকাবাসী জানান, এই সর্বনাশা জুয়ায় সর্বশান্ত হয়ে ঋণের বোঝা নিয়ে এই এলাকার শতাধিক পরিবার ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় পরিবার পরিজন নিয়ে জীবিকার সন্ধানে পাড়ি জমিয়েছেন। বার বার প্রশাসন হস্তক্ষেপ করলেও জুয়া খেলা বন্ধ হচ্ছে না। জুয়া খেলার মুল হোতারা রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাহিরে। এ ব্যাপারে প্রশাসনের আরো কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com