এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জে দাঙ্গা, মাদক, যানজট ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন চালকদের সাথে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম সেবা)। বুধবার সকালে হবিগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর অরুন বিকাশ দেওয়ান, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের শাহাব উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী। পরিচালনা করেন ওসি তদন্ত জিয়াউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, প্রত্যেক পরিবহনকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। কোথাও যানজট সৃষ্টি করা যাবে না। পরিবহনগুলোতে কোন প্রকার অবৈধ মালামাল বহন করতে পারবে না। যারা অবৈধ মালামাল বহন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি ট্রাফিক সার্জেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের জানমালের নিরাপত্তার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কোথাও কোন সমস্যা হলে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। সকলকে নিয়ে পুলিশ হবিগঞ্জকে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে চায়। এ জন্য তিনি দাঙ্গা প্রতিরোধ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক শ্লোগানের লিফলেট ও টিকার লাগান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com