মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে মাদক ব্যবসায়ী বাবুল মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এর আগে বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিসুর রহামের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার পুরানবাজার বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৯ পুড়িয়া গাঁজাসহ বাবুলকে গ্রেফতার করে। সে শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা এলাকার বাসিন্দা মৃত হামদু মিয়ার ছেলে।
এ ব্যাপারে থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, বাবুলকে আটক করার পর বটতলায় শত শত মানুষের সামনে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসে। ভ্রাম্যমান আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। বাবুলের বিরুদ্ধে ১২টি মাদক মামলা রয়েছে। তার দন্ডে স্থানীয় লোকেরা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com