এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে পারিবারিক কলহের জের ধরে বিষাক্রান্ত হয়ে সৌরভ দেব (১৮) নামে এক কলেজছাত্র মারা গেছে। সে ওই গ্রামের মৃত সুভাষ দেবের পুত্র এবং মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজের প্রথম বর্ষের ছাত্র। বুধবার ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে সৌরভের বড়ভাই বিজিবি সদস্য শিবানন্দ দেবের সাথে গত সোমবার রাতে তার বাকবিতন্ডা হয়। এর জের ধরে সোমবার মধ্যরাতে সৌরভ বিষাক্রান্ত হয়ে ছটফট করতে থাকে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ দেব বুধবার ভোররাতে মারা যায়। হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে স্বজনরা দাহ করতে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে বাড়িতে নিয়ে আসেন এবং শ্মশানে লাশ দাহ করার প্রস্তুতি নেন। কিন্তু বিষয়টি বাহুবল মডেল থানাকে অবহিত না করায় পুলিশ লাশ দাহ করতে বারণ করে। পুলিশের অনুমতির পর রাত ৯টায় লাশের সৎকার সম্পন্ন হয়। এ ব্যাপারে জানতে চাইলে বাহুবল মডেল থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
উল্লেখ্য, ২৫ দিন আগে সৌরভের পিতা সুভাষ দেব অসুস্থ হয়ে পরলোকগমন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com