চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে লোকালয়ে ধরা পড়া একটি কিং কোবরা সাপ। বুধবার বিকেলে জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি এটিকে অবমুক্ত করে। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাটের দেওরগাছ ইউপি চেয়ারম্যান ও সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি সামছুন্নাহার চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাতছড়ি রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন, ইউএসএইড এর প্রতিনিধি সামছ উদ্দিন, রোখসানা আক্তার, বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন, সিএমসি কোষাধ্যক্ষ সত্যেন্দ্র দেব, প্রধান শিক্ষক পংকজ নাহা, শিক্ষক বশির আহমেদ, পিপলস ফোরাম সভাপতি শফিকুল ইসলাম আবুল, সহ-সভাপতি রাবেয়া আক্তার, সাধারণ সম্পাদক মোবাশ্বির আলী প্রমুখ।
সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ জানান, অবমুক্ত হওয়া সাপটি লম্বায় আনুমানিক ৪ ফুট হবে। গত মঙ্গলবার তেলিয়াপাড়া এলাকার একটি বাড়িতে লোকজনের হাতে সাপটি ধরা পড়ে। পরবর্তীতে খবর পেয়ে সাতছড়ি উদ্যানে কর্মরতরা সেখান থেকে নিয়ে আসেন। তিনি আরো জানান, সাতছড়ি উদ্যানসহ হবিগঞ্জের বিভিন্ন পাহাড়ি এলাকায় নানা প্রজাতির সাপ রয়েছে। এগুলোকে যাতে মেরে ফেলা না হয় সে ব্যাপারে আরো বেশি করে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেয়া উচিত।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com