মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি অটোরিকশা ও টমটম ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিম (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। বুধবার সন্ধ্যায় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত আব্দুল আজিম উপজেলার শিবপাশা যশকেশরী গ্রামের বাসিন্দা ও শিবপাশা বাজারের ব্যবসায়ী।
সূত্র জানায়- বুধবার বিকালে আজমিরীগঞ্জ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা শিবপাশা বাজার অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা একটি টমটম ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে উভয় যানের অন্তত ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিমকে সিলেট রেফার করেন। সিলেট নিয়ে যাওয়ার পথে সন্ধ্যার দিকে তিনি মারা যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com