মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ ২০২০খ্রি) উদযাপনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণি পেশার ব্যক্তিবর্গকে নিয়ে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন, পৌরসভার সচিব মোঃ মাহবুব আলম পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, কাউন্সিলর মোঃ মাখন মিয়া, আব্দুল গফুর, আছমা আব্দুল্লাহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অসিত রঞ্জন দাশ মন্টু, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সমাজসেবক জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, বর্তমান সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক প্রমুখ।
সভায় বক্তব্যে পৌর মেয়র মোঃ ছালেক মিয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। জাতির জনকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা লড়াই করে এদেশ স্বাধীন করেছে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বেশি করে তুলে ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ ২০২০খ্রি) সারা দেশের ন্যায় শায়েস্তাগঞ্জ পৌরসভায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে পৌরবাসীর অংশগ্রহণ চাই।
তিনি বলেন, বর্তমান সরকার দেশজুড়ে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে। এ উন্নয়নের ছোঁয়া শায়েস্তাগঞ্জে লেগেছে। পুরনো শায়েস্তাগঞ্জের চেহারা পাল্টে গেছে। নবরূপে সেজেছে। আগামী দিনে সবাইকে সাথে নিয়ে এ পৌরসভাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।