স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ তেলিয়াপাড়া চা বাগানের বিচলাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সহযোগিতা করে তেলিয়াপাড়া চা বাগানের মাদক বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের বিচলাইন এলাকার ধীরেন্দ্র পানতাঁতীর ছেলে দিপক পানতাঁতী (১৯), একই এলাকার বিদ্যাসাগর পানতাঁতীর ছেলে প্রসেনজিৎ ভূমিজ (১৯) ও মারথ পানতাঁতীর ছেলে কমল পানতাতী (১৮)। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান তাদেরকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com