স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় বসবাসরত হবিগঞ্জ জেলার বাসিন্দাদের সংগঠন ‘হবিগঞ্জ এসোসিয়েশন ঢাকা’। দীর্ঘ প্রায় ১৩ বছর পর এই সংগঠনটির পরিচালনা পর্ষদের নির্বাচন হতে যাচ্ছে ২৭ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মো. ইমরান রউফকে চেয়ারম্যান করে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন টিম গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন আবু তাহের মুহাম্মদ জাবের ও মো. জাহাঙ্গীর ভূইয়া। এই নির্বাচন কমিশন গত ২২ আগস্ট ৬৮৫ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। নির্বাচন কমিশনের সদস্য মো. জাহাঙ্গীর ভূইয়া জানান, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। ১৬ সেপ্টেম্বর চূড়ান্ত বৈধ প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণের স্থান এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে ঢাকার বিয়াম অডিটরিয়াম প্রথম পছন্দ নির্বাচন কমিশনের।
নির্বাচনকে ঘিরে এরই মধ্যে প্রার্থীদের ব্যক্তিগত প্রচার প্রচারণা শুরু হয়েছে। সবার ধারণা একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ কেউ ধারণা করছেন নির্বাচন বাতিলের পায়তারা করছে একটি মহল। তবে এ ধরনের ধারণাকে আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন।
ঢাকায় ১৯৮৭ সালে এই সংগঠনটির পথচলা শুরু হয়।