সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের রুহুল আমিনের ছেলে মনা মিয়াকে (২২) আটক করে পুলিশে দিয়েছে জনতা।
সূত্র জানায়, গরু চোর মনা মিয়ার অস্বাভাবিক চলাফেরা দেখে সন্দেহ হলে জনতা তাকে আটক করে মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের কাছে নিয়ে যায়। সেখানে মনা মিয়া শতাধিক লোকের সামনে গরু চুরি করার কথা স্বীকার করে। গত সোমবার রাত ৯টার দিকে আটক হওয়ার পর জনতার জিজ্ঞাসাবাদে সে মোড়াকরি গ্রামের লেচু মিয়ার ছেলে জলিল মিয়া ও বকুল মিয়ার ছেলে সবুজ মিয়া গরু চুরি করেছে বলে জানায়। তার স্বীকারোক্তি অনুযায়ী সবুজ মিয়ার বাড়ি থেকে গরু উদ্ধার করা হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com