স্টাফ রিপোর্টার ॥ সুতাং নদীর পানি দূষণ রোধ তথা এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্তির জন্য করণীয় নির্ধারণের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সাধুর বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজিউড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক শেখ কামাল। ইউপি সদস্য রায়হান জলিলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। বক্তব্য রাখেন সর্দার ফিরোজ মিয়া, হাজী জহুরুল ইসলাম, আব্দুল বারিক, মেম্বর জহুর আলী, মেম্বার দিলু রহমান, লুৎফুর রহমান, হাজী আব্দুল মতিন, বাবুল মিয়া, আব্দুল হাই, সর্দার কালাই মিয়া, নাছির মিয়া প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, সুতাং নদী একটি ঐতিহ্যবাহী নদী। এই নদীর সোন্দর্য্যও ছিল গভীরতাও ছিল। কিন্তু কালের আবর্তে এই এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠায় তাদের বর্জ্য নদীতে এসে পড়ায় নদীটি তার ঐতিহ্য হারিয়েছে। যে নদী থেকে মানুষ জীবিকা নির্বাহ করত সেই নদীর পানি এখন মানুষ ব্যবহার করতে পারছে না। এর জন্য দায়ী শিল্প প্রতিষ্ঠানগুলো। তারা বর্জ্য নিষ্কাশনে সরকার নির্ধারিত ইটিপি ব্যবহার না করে সরাসরি সুতাং নদীতে ফেলে দেয়। তাই নদী ভরাট হয়ে যাচ্ছে এবং নদীর পানি নষ্ট হচ্ছে। তিনি সঠিকভাবে কোম্পানীগুলোকে ইটিপি ব্যবহার করে পরিবেশ দূষণের হাত থেকে এলাকাবাসীকে বাঁচানোর আহ্বান জানান।
সুতাং নদীর পানি দূষণ রোধ পরামর্শ সভায় মোতাচ্ছির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com