স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণ করেছে ৯ গাঁজাখোর। নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা গাঁজাখোরদেরকে ভাল হওয়ার সুযোগ হিসেবে শেষ বারের মত হুশিয়ারি দিয়ে ক্ষমা করে ছেড়ে দেন। তারা হলো হবিগঞ্জ শহরের আনোয়ারপুর এলাকার মৃত হিরন মিয়ার পুত্র কাজল মিয়া (৩৩), রাজনগর এলাকার মৃত করিম মিয়ার পুত্র ইমরোজ মিয়া (৪৫), গোসাইপুর এলাকার মৃত ননী গোপালের পুত্র পিন্টু দেব (৪৫), নোয়াহাটি এলাকার মৃত কৃষ্ণ সরকারের পুত্র কানু সরকার (৪৫), গোবিন্দপুরের রুপধন বর্মনের পুত্র রুপচান বর্মন (৪৪), উদেমনগরের অনুকূল রায়ের পুত্র অমর রায় (৩০), সুলতান মাহমুদপুর এলাকার অবরী রায়ের পুত্র আষিশ রায় (৩০) ও নিবারণ দাসের পুত্র সুদিন দাস (৩৫)। মঙ্গলবার বেলা ২টায় তারা শহরের একটি মন্দিরে গাঁজা সেবনের সরঞ্জাম নিয়ে আসর বসালে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা বাঁচার জন্য ওই সময়েই ভ্রাম্যমান আদালতে আত্মসমর্পণ করে এবং ভবিষ্যতে তারা আর কোনদিন মাদক সেবন করবে না বলে জোর হাত করে ক্ষমা চেয়ে অঙ্গিকার করলে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। তবে ভবিষ্যতে যদি তারা এরকম আচরণ করে তাহলে ভ্রাম্যমান আদালতে তাদের কঠিন শাস্তি দেয়া হবে।