নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার করাব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকিলসহ পরিষদের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
নির্মাণ কাজের উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন এমপি মোঃ আবু জাহির। এ সময় তিনি বলেন- সরকারি উন্নয়ন কাজে কোন ধরণের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না। নির্মাণ কাজে মানসম্পন্ন মালামাল ব্যবহারে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন এমপি আবু জাহির।
নির্মাণ ব্যয় ১ কোটি ৩৩ লাখ টাকা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com