গতকাল সকাল ১১টায় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে চার শতাধিক দরিদ্রদের মাঝে প্রায় ৬টন খাদ্য সামগ্রী লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট৩১৫বি১ কর্তৃক বিতরণ করা হয়েছে। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লায়ন মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মোঃ কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট৩১৫বি১ এর গভর্ণর লায়ন হেলেন আক্তার নাসরিন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শাহেনা রহমান এমজেএফ, ত্রাণ কমিটির চেয়ারম্যান লায়ন নুরের রহমান, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান লায়ন মোঃ মর্তুজা হাসান, কেবিনেট ট্রেজারার লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, রিজিউন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন রফিকুল বারী মুক্তা। বক্তব্য রাখেন রিজিউন চেয়ারপারসন লায়ন দিলরুবা ফারুক, লায়ন আবুল কাশেম বাবু, জোন চেয়ারপারসন লায়ন আনোয়ারা বেগম নিপা, হবিগঞ্জ লায়ন্স ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, পাস্ট প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এস এম আলী আজগর, লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুর রশিদ কাজল, চার্টার প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এসএম বজলুর রহমান, জয়েন্ট সেক্রেটারী লায়ন রাজেন্দ্র চন্দ্র দাশ, ট্রেজারার লায়ন মোঃ আব্দুল আহাদ, ডিরেক্টর লায়ন মোঃ জালাল উদ্দিন, চার্টার মেম্বার লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন আলহাজ্ব মুজাহিদ হুসেন চৌধুরী, লায়ন মীর এ কে এম জামিলুন্নবী ফয়সল, মেম্বার লায়ন এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com