স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকা থেকে ২ ছিচকে চোরকে আটক করেছে পুলিশ। তারা হল ওই এলাকার ইদ্রিস মিয়ার পুত্র হৃদয় আহমেদ (১২) ও একই এলাকার মুখলেছ মিয়ার পুত্র মাহি (১১)। মঙ্গলবার বিকেলে সদর থানার একটি চৌকস দল সাড়াশি অভিযান চালিয়ে এ দুই চোরকে আটক করে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শিশু বয়সী একটি সংঘবদ্ধ চোরচক্র বাসাবাড়ি ও দোকানপাটে কৌশলে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ইতিপূর্বেও তারা একাধিকবার এসব অভিযোগে হাতে-নাতে আটক হয়। কিন্তু আবারও তারা আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে এসে চুরিতে জড়িয়ে পড়ে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com