সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও মাদক প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। মঙ্গলবার দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি এই আহবান জানান।
এ সময় এমপি আবু জাহির বলেন, লাখাই’র মানুষজন জেলার অন্য এলাকার তুলনায় ঢাকায় বেশি যাতায়াত করেন। তাই ডেঙ্গুর ব্যাপারে এই এলাকাকে বেশি গুরুত্ব দিতে হবে। সরকারি অফিস সমূহসহ সকল ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। এছাড়াও প্রতিটি এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মশা নিধনের ওষুধ ছিটিয়ে দিতে হবে। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের আন্তরিকতা প্রয়োজন।
তিনি আরো বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায়ই সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিতে হবে। অপরাধমুক্ত সমাজ গঠনে মাদক নির্মূলে পুলিশের কঠোর ভূমিকা প্রয়োজন। পাশাপাশি আইন-শৃঙ্খলা কমিটির সাথে সম্পৃক্ত সকলকেই নিজ নিজ এলাকায় মাদক প্রতিরোধে সজাগ থাকার পাশাপাশি এলাকাবাসীকে সাথে নিয়ে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। এক সময় এই লাখাই উপজেলা ছিল অবহেলিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। শুধু উন্নয়নই নয়, সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা নানা জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। কিছু অপরাধীর কারণে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে না, এটা হতে পারে না। মাদকসহ সকল অপরাধ নির্মুলে পুলিশকে জিরো টলারেন্স নীতিতে থেকে কাজ করার নির্দেশ দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বক্তব্য রাখেন ১নং লাখাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আইয়ুবুর রেজা, ৫নং করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, হেনা আক্তার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, সর্দার উমর ফারুক প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com