স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হবিগঞ্জ জেলা ডেভেলাপমেন্ট ট্রাস্ট (ইউ.কে) কোষাধ্যক্ষ ও প্রবাসী কমিউনিটি লিডার মোস্তাক আহমেদ। সাক্ষাতকালে পৌর মেয়র মিজানুর রহমান হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় মোস্তাক আহমেদ বলেন, প্রবাসীরা হবিগঞ্জের উন্নয়নে কাজ করতে চান। এর ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা ডেভেলাপমেন্ট ট্রাস্ট (ইউ.কে) হবিগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com