এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ জেলার ৩টি উপজেলার ৪টি ইউনিয়নের ৪টি ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে ১৪জন প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বরাদ্দ হয়েছে। বুধবার সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেন। এ দিকে বরাদ্দ পাওয়ার পর পরই ওয়ার্ড মেম্বার সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীরা ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন। এর মধ্যে পুরুষ মেম্বার প্রার্থীদের মধ্যে এলাকার চায়ের দোকানগুলোতে কোন ওয়ার্ডে কে হবেন মেম্বার নির্বাচিত এ নিয়ে আলোচনার ঝড় বইছে। তবে ২৫ জুলাই বিকেলে জানা যাবে কোন ওয়ার্ডে কে মেম্বার ও মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন।
ওয়ার্ডগুলো হলো- বানিয়াচং উপজেলার দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড, সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড, আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড।
বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে ৪জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। তারা হলেন- সেলিম আহমেদ (তালা), কামাল মির্জা (টিউবওয়েল), এংরাজ মিয়া (ফুটবল) ও শেখ মোঃ এবাদত মিয়া (মোরগ)।
বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে ৫ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ হয়েছে। তারা হলেন- মরহুম ময়না মিয়া মেম্বারের ছেলে বাবুল মিয়া (টিউবওয়েল), আজমল মিয়া (মোরগ), জামাল মিয়া (ঘুড়ি), হামদু মিয়া (তালা) ও মহসিন মিয়া (ফুটবল)। এ ওয়ার্ডটিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ইতোমধ্যে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সকল প্রকার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হারুন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড (১, ২, ৩) এর মহিলা মেম্বার পদে উপনির্বাচন ৩ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ হয়েছে। তারা হলেন- মোছাঃ ফরিদা বেগম (মাইক), মোছাঃ রাশেদা বেগম (বই) ও মোছাঃ সেলিমা বেগম (বক পাখি)।
লাখাই’র বুল্লা ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড (৭, ৮, ৯) এর উপনির্বাচনে ২ প্রার্থীকে প্রতীক দেয়া হয়েছে। তারা হলেন মোছাঃ জাহানারা বেগম (হেলিকপ্টার) ও মোছাঃ মনোয়ারা খাতুন (মাইক)। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহম্মদ মোশারফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। ২৫ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ওয়ার্ডগুলোর মেম্বারগণ মারা যাওয়ার কারণে ওই ওয়ার্ডগুলোতে মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
একটি ওয়ার্ডে ভোট গ্রহণ করা হবে ইভিএম পদ্ধতিতে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com