হবিগঞ্জে আয়কর অফিসের কর্মচারীদের দ্বারা হয়রানি ও দুর্নীতির প্রতিবাদে শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় আয়কর অফিসের সামনের সড়কে করদাতাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন করদাতা হাজী সাত্তার মিয়া, বাবুল আহমেদ, ইমতিয়াজ শরীফ বুলবুল, ইফতেখার আহমেদ, রাজন মিয়া, মুখলেছ আহমেদ সহ সাধারণ জনগণ। এসময় করদাতারা তাদের বক্তব্যে বলেন, হবিগঞ্জ কর অফিসের কতিপয় কর্মচারীর দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। তারা বলেন, সার্কেল-২২ এর কর কর্মকর্তার স্বাক্ষর জাল করে সিল বানিয়ে তা দিয়ে ভুয়া নোটিশ ইস্যু করে করদাতাদের হয়রানির শিকার করে লাখ লাখ টাকা ঘুষ আদায় করছে। কর অফিসের এই অসৎ কর্মচারীরা সাধারণ করদাতাদের রিটার্ন এর সাথে কর জমা না দিয়ে ভুয়া রশিদ ও সার্টিফিকেট প্রদান করছে বলে করদাতারা জানান। তারা আরো বলেন, আমরা হাজার হাজার টাকা আয়কর দিচ্ছি অথচ কর্মচারীরা সেসব সরকারের কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করছে। আর নানাভাবে কর কর্মকর্তাদের মিথ্যা তথ্য দিয়ে ফাইল অডিট করাচ্ছে। বক্তারা বলেন, সিলেট আয়কর অফিসের কর্মকর্তা পরিচয়দানকারী মামুন এসব নোটিশ বিলি করছে এবং স্থানীয় অফিসের কতিপয় দুর্নীতিগ্রস্ত কর্মচারী তাকে সহযোগিতা করছে। তারা এই হয়রানির প্রতিবাদ করার জন্য আয়কর আইনজীবীসহ সকল ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক নেতানেত্রীদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com