এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজান শপথ গ্রহণ করেছেন। তিনি বৃহস্পতিবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন তিনি। তাঁকে শপথ বাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, হবিগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ নূরুল ইসলাম। শপথ গ্রহণ শেষে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজের সাথে সাক্ষাত করেন। পরে হযরত শাহজালাল (রাঃ) মাজার জিয়ার করেন। দুপুরে হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজান দলীয় নেতাকর্মী সমর্থক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান।
মেয়র মিজান জানান, আগামী ১৪ জুলাই রোববার সকালে তিনি হবিগঞ্জ পৌরসভায় মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ জি কে গউছ পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় পৌরসভার মেয়র পদটি শূন্য হয়। গত ২৪ জুন অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হন।