স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য সালেহা আক্তার চৌধুরীকে (৪০) যৌতুকের দাবিতে মারপিট করে হত্যাচেষ্টার ঘটনায় কারাগারে থাকা সাবেক ছাত্রলীগ নেতা শফিউল আলম চৌধুরী শামিমের জামিন না-মঞ্জুর করেছে আদালত।
এদিকে আহত সালেহার শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি হাসপাতাল থেকে নিজ বাসায় চলে যান। বৃহস্পতিবার দুপুরে শামীমের জন্য জামিনের আবেদন করলে তার জামিন না-মঞ্জুর করেন আদালত। একই দিন দুপুরে শহরে কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা সালেহা আক্তার চৌধুরী হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় চলে যান। গত সোমবার রাত ১০টায় সালেহাকে যৌতুকের টাকার জন্য মারপিট করে রুমে আটক করে রাখার অভিযোগে শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা মরহুম মুজিবুর রহমান চৌধুরীর বড় ছেলে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সালেহার স্বামী শামীম চৌধুরীকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় সালেহা বাদী হয়ে শামীমের উপর যৌতুক ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করে। এ ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় চলছে।