স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং ৫/৬নং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাদ আহমেদকে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। বুধবার হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। গত ২৯ জুন ‘বানিয়াচংয়ে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা বহাল তবিয়তে’ শীর্ষক সংবাদ ছাপা হয়।
মঙ্গলবার দুপুরে বানিয়াচং ইউএনও অফিসের এক মিটিংয়ে দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না বানিয়াচং প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল জানতে চাইলে জেলা প্রশাসক তাৎক্ষণিক এডিসি (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়াকে মুঠোফোনে নির্দেশ দেন সাদ আহমেদকে সাসপেন্ড করার কাগজপত্র রেডি করতে। তিনি অফিসে গিয়ে সাসপেন্ডের কাগজে সই দেবেন। বৃহস্পতিবার সাসপেন্ডের সত্যতা এসিল্যান্ড সাব্বির আহমেদ আকুঞ্জি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভূমি কর্মকর্তা সাদ আহমেদ ইউনিয়ন ভূমি অফিসে সিন্ডিকেট গড়েছেন। ঘুষ ছাড়া ফাইল নড়ে না এ অফিসে। জায়গা-জমির খাজনার চেক কাটতেও চুকিয়ে বাড়তি টাকা আদায় করেন সেবাপ্রত্যাশীদের কাছ থেকে। বিলম্বে অফিসে আসাটাও তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়। এ ভূমি কর্মকর্তার রুঢ় আচরণেও সেবাপ্রত্যাশীরা হাফিয়ে উঠছিলেন। এছাড়া ওই ভূমি কর্মকর্তা দুর্নীতি করে ভূমি অফিসের আকাশমনি দুটি গাছ ৬০ হাজার টাকায় বিক্রি করে অর্থ আত্মসাত করেন। সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জির তদন্তে গাছ বিক্রির সত্যতা মিলেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ইউএনও মো.মামুন খন্দকার জেলা প্রশাসক বরাবরে পত্র লিখেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com