স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় টমটমের ধাক্কায় শাহনাজ বেগম (২০) নামে এক গার্মেন্টস কর্মী ও তার প্রতিবন্ধী শিশু মৃত্যুপথযাত্রী। সে নোয়াপাড়া এলাকার হাফিজুর রহমানের স্ত্রী। বৃহস্পতিবার সকাল ৮টায় শাহনাজ তার প্রতিবন্ধী শিশুপুত্রকে নিয়ে সায়হাম গার্মেন্টসে প্রতিদিনের ন্যায় কর্মস্থলে রওনা হলে নোয়াপাড়া বাজারের নিকট একটি অদক্ষ আনাড়ী চালকের টমটম তাদের চাপা দেয়। এতে মা ও সন্তান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
টমটমটি আটক করলেও চালক পালিয়ে যায়। গতকাল রাতে হাসপাতালে গিয়ে দেখা যায় শাহনাজের অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেট রেফার করা হলেও আর্থিক সমস্যার কারণে সে সিলেট যেতে পারছে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com