নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার সামত আলী বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করায় ওয়ার্ডবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে ইউপি মেম্বার সামত আলী সরকারের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করায় নাগরিকদের দৈনন্দিন কাজ বিভিন্ন সনদপত্র পেতে হিমশিম খাচ্ছেন। জন্ম-মৃত্যু, জাতীয় সনদ, ওয়ারিশান সনদসহ গুরুত্বপূর্ণ কাজে ইউপি মেম্বার হিসেবে সুপারিশ দেয়ার প্রয়োজনীয়তা হয়। ফলে মেম্বারের অবর্তমানে এই সব সুপারিশ ব্যতিত উল্লেখিত সনদ পেতে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন ওয়ার্ডবাসী। এ ব্যাপারে ওয়ার্ডবাসীর পক্ষে আব্দুল মুকিদ নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। যার অনুলিপি দেয়া হয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিবকে। উক্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com