নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে থানা প্রাঙ্গণে ওসি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও এসআই শামসুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, ফখরুল আহসান চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, এম এ আহমদ আজাদ, মুরাদ আহমদ, কোষাধ্যক্ষ আকিকুর রহমান সেলিম, নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, সদস্য ছাদিকুল ইসলাম, সলিল বরণ দাশ, এটিএম জাকিরুল ইসলাম, জাকির আহমেদ চৌধুরী, নুরুজ্জামান ফারুক্কী, মুহিবুর রহমান, হাবিবুর রহমান শামীম, মুহিবুর রহমান তছনু, মোঃ নাবেদ মিয়া, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, শওকত আহমেদ, তৌহিদ চৌধুরী, সংবাদপত্র এজেন্ট মুশাহিদ আলী প্রমূখ।
মতবিনিময় সভায় ওসি মোঃ আজিজুর রহমান বলেন, নবীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সাংবাদিক এক সাথে কাজ করতে হবে। আপনাদের লেখনির মাধ্যমে সমাজের অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন হয়। সন্ত্রাস, মাদক, বিভিন্ন অসামাজিক কর্মকান্ড রোধে ও নবীগঞ্জের আইন-শৃঙ্খলা সুরক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com