নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে একটি পার্টসের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ওই প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার পানিউমদা বড়গাঁও বাজারে স্বর্ণালী অটো পার্টসের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল বেলা দেড়টার দিকে হঠাৎ আলী আহমেদের মালিকানাধীন স্বর্ণালী অটো পার্টস নামক দোকান থেকে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। লোকজন তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেন এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন। কিন্তু এর আগেই দোকানের ভিতরে থাকা মোটর পার্টসের অনেক মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে দোকানটির ব্যাপক ক্ষতি সাধিত হয়।
স্বর্ণালী অটো পার্টসের মালিক আলী আহমেদ জানান, দুপুরে দোকান বন্ধ করে আমি পানিউমদা বাজারে যাই। এর আধা ঘন্টা পরই একটি ফোন আসে, বলে আমার দোকানে আগুন লাগছে। দৌড়ে ছুঁটে আসি। দোকানে এসে দেখি সব পুড়ে ছাই। দোকানে কেউ না থাকায় আগুন চার দিকে ছড়িয়ে পড়ে দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আমি নিঃস্ব হয়ে গেছি।
এদিকে ঘটনার খবর পেয়ে গোপলারবাজার পুলিশ ফাঁড়ির এসআই মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান- ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com