স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে পিকআপ ভ্যান চাপায় দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জলসুখা কেজিপি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী সৌরভ ও সায়েম গতকাল মঙ্গলবার এএবিসি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে গণিত পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটর সাইকেল ও পিকআপ ভ্যান আটক করা হয়েছে। তবে পিকআপ ভ্যান চালক কৌশলে পালিয়ে গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com