এসএসসি পরীক্ষায় নিজ বিদ্যালয়ে দায়িত্ব পালন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারঘাটের শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষায় নিয়ন ভেঙ্গে নিজ বিদ্যালয়ে দায়িত্ব পালন করায় কেন্দ্র সচিব ও দুই শিক্ষককে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে লিখিত মুছলেখা নিয়ে তাদের দায়িত্বে রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার গণিত পরীক্ষায় উপজেলার শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বোর্ডের নিয়ম ভেঙ্গে একই বিদ্যালয়ের শিক্ষক ফারুক মিয়াকে দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার মাসুদ রানা ও প্রতীক মন্ডলের নজরে আসলে তারা তাকে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরীক্ষা কেন্দ্র থেকে কেন্দ্র সচিব শামছুল হক চৌধুরী ও হলসুপার মোজাফ্ফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আফজালুর রহমান চৌধুরী এবং সহকারি শিক্ষক ফারুক মিয়াকে আটক করে উপজেলায় নিয়ে আসেন। সন্ধ্যায় ৩ জন লিখিত মুছলেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ তাদের শেষ বারের মতো ক্ষমা করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার মাসুদ রানা বলেন, নিয়ম অনুযায়ী একই বিদ্যালয়ের শিক্ষক নিজ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করায় বিধান নেই। বিষয়টি আমরা প্রত্যেক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তদের অবগত করেছি। তার পরও তারা নিয়ম ভঙ্গ করেছেন। বিষয়টি হাতে নাতে ধরা পড়ায় তাদেরকে আটক করা হয়েছে। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।