চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রেমা চা বাগান থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে মাদক বিরোধী টাস্কফোর্স। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডল জানান, তাদের কাছে খবর ছিল রেমা চা বাগানে অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রি হচ্ছিল। মঙ্গলবার সেখানে অভিযান পরিচালনা করা হলে মদ উৎপাদন ও বিক্রির সাথে জড়িতরা পালিয়ে যায়। পরে ওই বাগানের টেপরা রাজধনের ছেলে সুকদেব এবং পূর্ণ লাল গোয়ালার ছেলে লাল দি গোয়ালার বসত ঘর থেকে ১৫ লিটার চোলাই মদ এবং ৪০১ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান জানান, এ ব্যাপারে সুকদেব ও লাল দি গোয়ালার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com