স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ৪ সন্তানের জননীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট মুন্সি হাটি গ্রামের সেতু মিয়ার স্ত্রী ৪ সন্তানের জননী লুৎফা আক্তার (২৮) এর দেহ নিজ ঘরের তীরের সাথে ওড়না পেছানো অবস্থায় ঝুলতে দেখে প্রতিবেশি লোকজন। বিষয়টি পুলিশকে জানালে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে।
পুলিশ সুত্রে জানা যায়, লুৎফার স্বজনরা তাদেরকে জানিয়েছেন তার মানসিক সমস্যা ছিল। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com