স্টাফ রিপোর্টার ॥ জীবনে সফল হতে প্রয়োজন সময়ানুবর্তীতা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের তরুণদের হতে হবে আত্মমর্যাদাশীল ও আত্মবিশ্বাসী। বাংলাদেশের জন্য দুটি বছর খুবই গুরুত্বপূর্ণ। এ বছর আমরা জাতির জনকের জন্মশতবর্ষ বা মুজিব বর্ষে প্রবেশ করছি। আর এক বছর পরই আমরা উদযাপন করবো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। সামনে আমরা প্রবেশ করবো মধ্যম আয়ের দেশে। এসব ভালো খবরের সাথে আমাদের রয়েছে সামনের দিকে এগিয়ে যাবার চ্যালেঞ্জ। আর এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের হতে হবে আত্মপ্রত্যয়ী ও দৃঢ় মনোবল সম্পন্ন। শনিবার বৃন্দাবন সরকারি কলেজ রোভার দলের দীক্ষা অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রাক্তন সিনিয়র রোভারমেট ড. জহিরুল হক শাকিল এসব কথা বলেন।
ড. জহিরুল হক আরও বলেন, তরুণ সমাজকে স্কাউটে সম্পৃক্ত করতে পারলে সামাজিক অবক্ষয় অনেকাংশেই কমে যাবে। একজন স্কাউটার কোনোভাবেই মাদক, ইয়াবা বা ইভটিজিং এ জড়াতে পারে না। তিনি রোভারদের মানবতাবাদ ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে নিজেদের ক্যারিয়ার গঠনের পরামর্শ দেন। বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান, বাংলাদেশ স্কাউট হবিগঞ্জ জেলা রোভারের কমিশানার ও বৃন্দাবন সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ইলিয়াছ বখত চৌধুরী জালালের সভাপতিত্বে ও আরএসএল প্রভাষক আ.ব.ম ফখরুদ্দিন খান পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত দীক্ষা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরএসএল প্রভাষক মোঃ জামাল হোসেন, শরীরচর্চা শিক্ষক ইসমত আরা বেগম, প্রদর্শক সুমন চন্দ্র পাল, প্রাক্তন এসআরএম কাওছার আহমেদ রুমেল, নূরুল ইসলাম, প্রাক্তন এসআরএম জাকারিয়া আহমেদ রুবেল, প্রাক্তন এসআরএম ফয়জুর রহমান লিটন প্রমূখ। পরে রোভারদের শপথ বাক্য পাঠ, স্কার্ফ ও স্কাউট ব্যাজ পরানো হয়।