স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মনোনিত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সম্প্রতি দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি ২০১৯ এর ৩.১.৩ অনুযায়ী জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আবু জাহিরসহ ৯ জন সংসদ সদস্যকে এই উপদেষ্টা কমিটির সদস্য মনোনীত করেন। গত ৯ ফেব্রুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর এ সংক্রান্ত এক পত্র প্রেরণ করেছেন সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খালেদুর রহমান।
প্রসঙ্গত, এমপি আবু জাহির বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- রংপুর বিভাগের মোঃ মজাহারুল হক প্রধান এমপি, রাজশাহী বিভাগের মোঃ হাবিবুর রমান এমপি, খুলনা বিভাগের মোঃ আব্দুল হাই এমপি, বরিশাল বিভাগের ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ এমপি, ময়মনসিংহ বিভাগের মোঃ ফরিদুল হক খান এমপি, চট্টগ্রাম বিভাগের মোছলেম উদ্দিন আহমেদ এমপি, ঢাকা বিভাগের মোঃ জিল্লুল হাকিম এমপি ও শামীমা আক্তার খানম এমপি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com