বাহুবল প্রতিনিধি ॥ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা কমিটির ত্রৈমাসিক সভা মঙ্গলবার বিকেল ৩টায় বাহুবল তথ্যকেন্দ্রে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব তথ্য সেবা কর্মকর্তা জয়া সাহা, সদস্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান, প্রযুক্তি বিশেষজ্ঞ মোঃ আব্দুর রউফ, মোঃ নজরুল ইসলাম। সভায় তথ্য প্রকাশ করা হয়, বাহুবলে তথ্য কেন্দ্রের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে তথ্যসেবা, প্রাথমিক স্বাস্থ্য সেবা, ডোর টু ডোর সেবা, উঠান বৈঠকসহ নারীদের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা ডিজিটাল বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা পালন করবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com