মোঃ আলাউদ্দিন আল রনি ॥ মাধবপুরে দু’মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হল উপজেলার জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের সুশীল চন্দ্র শীলের ছেলে গোবিন্দ চন্দ্র শীল (২৩) ও শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগর গ্রামের রোস্তম আলীর ছেলে ফয়সল মিয়া (২৮)।
মঙ্গলবার বেলা ২টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা উপজেলার ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করেন। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com