মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ শহরের জঙ্গল বহুলা গ্রামে শ্বশুর বাড়ির লোকজনের মারপিটে রেশমা আক্তার (৩০) নামে এক গৃহবধু গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে।
আহত রেশমা আক্তার জানান, তুচ্ছ বিষয় নিয়ে শ্বশুর বাড়ির লোকজন তাকে বেধড়ক মারপিট করেছে। এসময় তিনি আত্মরক্ষার্থে শোর চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com