অনেকেই নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নিচ্ছেন
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। এদিকে অনেকেই বাসা বাড়ি ও দোকান পাট থেকে নিজ দায়িত্বে আসবাবপত্র ও মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষ শায়েস্তাগঞ্জ এসে পৌঁছেছেন। ইতোমধ্যে রেলস্টেশনের দু’টি খাবার হোটেল উচ্ছেদ করা হয়েছে। একটি হোটেলকে জরিমানাও করা হয়েছে।
রেলওয়ে সুত্রে জানা যায়, যাদের লিজ দেয়া হয়েছে সেগুলো যাচাই বাচাই করা হবে। তাছাড়া অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com