উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে থেকে ৪শ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদ্রক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গত মঙ্গলবার রাতে উল্লেখিত স্থান থেকে তাদের আটক করে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নবীগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে মৌলভীবাজার উপজেলার শেরপুর আমরকোনা গ্রামের রফিক মিয়ার পুত্র ইকবাল মিয়া (৩৫) ও নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের মৃত ওয়ারিস মিয়ার পুত্র রোমান মিয়াকে (৩৭) ইয়াবসহ গ্রেফতার করে।
অপরদিকে ওইদিন রাতেই পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র মোঃ আল আমিনকে (২২) ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি মিজানুর রহমান জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদকের ব্যবসা করে আসছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com