স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে এর সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াস হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, সহযোগী অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক পৌর কমিশনার মোঃ সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, সরকারী বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইউকে প্রবাসী ফারুক আহমেদ, সাবেক জিএস অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাবেক জিএস অ্যাডভোকেট এনামুল হক সেলিম, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র এর প্রতিষ্ঠাতা সভাপতি আবু সাঈদ চৌধুরী কুটি, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি কামাল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক মোঃ সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন রাসেল, বিশিষ্ট ব্যাংকার কাউছার আহমেদ রুমেল, সামাজিক সংগঠন আইএফসি এর উপদেষ্টা মোঃ মজিবুর রহমান, ইংল্যান্ড প্রবাসী আব্দুল আজিজ, কাউন্সিলর গৌতম কুমার রায়, সাবেক সভাপতি কাউন্সিলর উম্মেদ আলী শামীম, আব্দুর রউফ মাসুক, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক জয়নাল আনাম খান শাহীন, সদস্য গোলাম ইয়াজদানী, শামীম আফজল, ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান মুকুল, মোঃ বাদল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ৫ শতাধিক অসহায় পরিবারের নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com