স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ভুয়া এএসপি নিলাদ্রী শেখর রাহুলের (৩৫) জামিন না-মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার সিএমএম আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করেন। এর আগে গত ১৯ জানুয়ারি ঢাকার ভাটেরা থানা এলাকার প্রগতি হাইওয়ে ইন হোটেলে ভাড়া না দেয়ায় নারীসহ তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৯ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর থেকেই তার অজানা কাহিনী বেরিয়ে আসতে থাকে। রাহুল হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বেকার যুবকদের চাকরি দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। তার টার্গেট শুধু বেকার যুবকরাই ছিল না। সে ঢাকার ওয়ারী এলাকায় বিলাস বহুল অফিস রুম ভাড়া নেয় এবং ওয়ারী জোনের এডিসি পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে। সে ঢাকার বিভিন্ন মডেল, শিল্পী ও রাজনীতিবিদ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ছবি তোলে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণা করতে থাকে। এক পর্যায়ে গত ১৯ জানুয়ারি এক নারীকে নিয়ে হোটেল প্রগতি হাইওয়ে ইনে অবস্থান করে। সেখানে একদিন থাকার পর চলে যাওয়ার সময় মাত্র তিন হাজার টাকা ভাড়া নিয়ে হোটেল ম্যানেজারের সাথে কথাকাটাকাটি হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। এক পর্যায়ে ভাটেরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর গতকাল বুধবার তার নিয়োজিত আইনজীবী হারুনুর রশীদ তার জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করেন। রাহুল হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার অজিত ভবনের মালিক ও অজিত ঘোষের পুত্র। তার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com