স্টাফ রিপোর্টর ॥ জাতীয় পার্টি (এরশাদ) এর কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে স্থান পেয়েছেন হবিগঞ্জের ৫ নেতা। জাপার ৫ নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা একে অন্যকে মিষ্টি মুখ করাচ্ছেন। বিশেষ করে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দীর্ঘদিনের পরিক্ষিত সৈনিক হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পালকে কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক পদে মনোনীত করে মূল্যায়ন করায় জেলা জাপার নেতাকর্মীরা আনন্দিত হয়েছেন। দলের চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী বর্তমান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন আহাদ উদ্দীন চৌধুরী শাহিন, সদস্য পদে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এমএ মমিন চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আবুল খায়ের। এসব নেতাদেরও কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়ায় জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com