স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে প্রতিমা দাশ (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি যৌতুকের জন্য স্বামী তাকে হত্যা করে থাকতে পারে।
সূত্র জানায়, উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের শশাংক দাশের স্ত্রী প্রতিমা গত মঙ্গলবার রাত ১০ টায় তার স্বামীর বাড়ির বসতঘরের নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এদিকে ওই গৃহবধূর আত্মহত্যার ঘটনা নিয়ে এলাকায় চলছে পরস্পরবিরোধী বক্তব্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গতকাল বুধবার দুপুরে ময়না তদন্তের জন্য লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com