চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রসেনার সভাপতি জুনায়েদ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, হবিগঞ্জ জেলা ছাত্রসেনার সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী বশনী। বক্তব্য রাখেন কলেজ ছাত্রসেনার সাধারণ সম্পাদক শামছুল ইসলাম যাকী, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন, ওয়াহিদ মিয়া প্রমুখ। বক্তারা বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এ সংগঠনে কোন কলঙ্কের দাগ নেই। এতেই প্রমাণ করে আমাদের সংগঠন আদর্শের প্রতীক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com