স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সভাপতির বক্তব্যে দ্রুত নকশা তৈরী করে ঢাকা-সিলেট মাহসড়ককে ৪ লেনে উন্নীতের কাজ শুরু করার অনুরোধ জানান তিনি।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, সাবেক শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, জাতীয় সংসদের সাবেক হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ, ডাঃ দিলীপ এমপি প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com