স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিএসডি আলীম মাদ্রাসায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গভর্ণিং বডির সভাপতি মুতাক্বিম বিশ^াস। সহকারি শিক্ষক উমর ফারুকের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশি^র আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ লুৎফুর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আমিনুল হক, আব্দুস সামাদ চৌধুরী, আলী হায়দর, আঃ খালেক, সালে আহমদ, শাহেদ উদ্দিন, ইমরানা বেগম, রাহমা খানম, জাকেরা আক্তার, দাতা সদস্য মোঃ শেখ সাদিক প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com