নিতেশ দেব, লাখাই থেকে ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার ফরিদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীকে (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মগবুল হোসেনের ছেলে। বুধবার বিকাল ৩টার দিকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এসময় তার কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবজালুর রহমান। লাখাই থানার এ.এস.আই শফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ওইদিন সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com