স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় সংসদ সদস্যের বাসভবনে প্রেসক্লাব নেতৃবৃন্দ সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সহ-সভাপতি আব্দুল মঈন চৌধুরী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক এসএম সুরুজ আলী, কার্যনিবাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, গোলাম মোস্তফা রফিক, আলমগীর খান, বিদায়ী কমিটির সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ এমপি আবু জাহিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এমপি আবু জাহির নয়া কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন অতীতের ন্যায় প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com