এসএম সুরুজ আলী ॥ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। গতকাল প্রকাশিত ফলাফলে অনুযায়ী দেখা যায়, এবার হবিগঞ্জ জেলায় ৩২ হাজার ৩৭৩ জন পরীক্ষায় অংশগ্রহন করে, তম্মধ্যে ৩০ হাজার ৩২ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছেলে ১২ হাজার ৬০৪ এবং মেয়ে ১৭ হাজার ৪২৮ জন। জেলায় ৬৯৫ জন জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে ছেলে ২৭৮ ও মেয়ে ৪১৭ জন। প্রাথমিক সমাপনী পরীক্ষায় এবার জেলায় ৩৭হাজার ১১১জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ৩৫হাজার ৩৫ জন পরীক্ষায় অংশ নেন। ৩২হাজার ২৪৩ জন উত্তীর্ণ হয়। শতকরা পাশের হার ৯০.৯২%। জিপিএ-৫ ১হাজার ৮৬৪টি। জেলা মাদ্রাসার ইবতেদায়ী পরীক্ষায় এবার জেলায় ২হাজার ৪৩৮ জন অংশগ্রহন করে। এর মধ্যে উত্তীর্ণ হয় ২হাজার ২২৯ জন। জিপিএ-১৪টি। শতকরা পাশের ৮৮.৭২%।
প্রতি বছরের ন্যায় এবারও জেএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করেছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসিতে ২৩৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২৩৮জন উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পেয়েছে ১০৫টি। পাশের হার ৯৯.৫৯%। পিইসিতে ১১৮জন পরীক্ষার্থী অংশ নেন এর মধ্যে ১১৮জন উত্তীর্ণ হয়। পাশের হার শতভাগ। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন। বিকেজেসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় ২৬৮জন অংশগ্রহন করে। এর মধ্যে ২৬৫জন উত্তীর্ণ হয়। জিপিএ-৫ গোল্ডেন এ প্লাস পেয়েছে ৯৫জন। পাশের হার ৯৮%। পিইসিতে ১১৯জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সকলই উত্তীর্ণ হয়। পাশের হার শতভাগ। এ স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার জানান, জেএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১জন বিদেশে চলে যাওয়ার কারণে পরীক্ষা দিতে পারেনি। অন্য দু’জন ১বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি। আর পিইসিতে শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। তিনি তাঁর বিদ্যালয়ের ছাত্রীদের এ সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com